চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে ম্যাক পেপার মিলস লিমিটেড নামে একটি কার্টন কারখানা আগুনে পুড়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে, কারখানার ওয়্যার হাউজে বিভিন্ন মালামাল রাখা ছিল। এগুলো দিয়ে তারা কার্টন তৈরি করে। সেখানেই আগুন লাগে। অতিরিক্ত মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিআইডি হারুন পাশা। তিনি বলেন, খবর পেয়ে আমাদের ৬টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। তদন্ত সাপেক্ষে অগ্নিদুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
সূত্র: পূর্বকোণ