মুহাম্মদ আরফাত হোসেন:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া বরুমতি খালের পাড়ে শতবছরের পুরনো ঐতিহ্যবাহী বরুমতি স্নান শেষে মেলায় নামে মানুষের ঢল। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ফাল্গুনের ১ম তিথিতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভোর থেকে বরুমতি খালের জলে স্নান করে পুণ্য অর্জন করেন। কথিত মতে, বিয়ের পূর্বে মেয়েদেরকে সংসার জীবনে সুখী হওয়ার মানসে করা হতো বরুমতি স্নান। সে আদিকালের প্রবাদ বাক্য- ‘জলে ধুয়ে পূত কর কর্মফল’। সেই বাক্যকে হৃদয়ে ধারণ করে প্রতিবছর এই দিনে দূর-দূরান্ত থেকে বরুমতি খালে কাকডাকা ভোর থেকে স্নান করতে আসেন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ। সকাল থেকে খালের পাড়ে বসে মেলা।
এ মেলার ঐতিহ্য হলো মানকচু বিক্রির হিড়িক। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা মানকচু এনে চড়াদামে বিক্রি করে থাকে। এ বছর ৪’শ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ১টি মানকচু।
Leave a Reply