নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চন্দনাইশ সমাজসবো র্কাযালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন র্কাযক্রম ৭টি কমিটির সভা উপজলো নির্বাহী অফিসার নাছরীন আক্তার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী’র সঞ্চালনায় অুনষ্ঠিত সভায় উপজলো এনজিও সমন্বয় কমিটি, উপজেলা শিশুকল্যাণ বোর্ড, এপিএ সংক্রান্ত উপজেলা কমিটি, সমন্বিত সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কমিটি, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপজেলা কমিটি, এসডিজি বাস্তবায়ন বিষয়ক উপজেলা কমিটি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া হয়।