আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভা অনুষ্ঠিত


মুহাম্মদ আরফাত হোসেন:

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ৯ম সালানা জলসা ও দস্তারে ফজিলত অনুষ্ঠিত হয়। গত ২৭ জানুয়ারি সভা উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা মাঠে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, হাফেজদের পাগড়ী পরিধান ও পুরস্কার বিতরণী সভা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রধান ওয়ায়েজিন ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল- কাদেরী, জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, আনজুমান ট্রাস্টের সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের অর্থ সম্পাদক মুহাম্মদ কমর উদ্দিন সবুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, মেয়র লোকমান হাকিম, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন সিকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাও. ফেরদৌস আলম আল- কাদেরী, হারুনুর রশিদ, আলহাজ্ব সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, শরফুদ্দিন চৌধুরী কাজল, এড. মোজাম্মলে হক ফারুকী, সাংবাদিক আরফাত হোসেন, মেম্বার আবুল খায়ের, ডা. ফরিদ আহমেদ, মোস্তাক আহমেদ, মো. ইলিয়াছ, মো. আলী, আবদুর রাজ্জাক, সাহেব মিয়া সওদাগর, জাহেদ কোম্পানি, মহিউদ্দিন, মনির আহমেদ, মাহমুদুল হক, আবদুল আলিম, খোরশেদুল আলম, মাও. মোকাম্মেল হক, মাও. রবিউল ইসলাম জালালী, মাও. নাছির উদ্দিন, মাষ্টার মিজানুর রহমান প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল- কাদেরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর