আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আমিন কলোনীতে মেয়রের ত্রাণ বিতরণ

আমিন কলোনীতে ক্ষতিগ্রস্থ ১৪০ পরিবারে মেয়রের ত্রাণ


অনলাইন ডেস্কঃ নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ আমিন কলোনীতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১শ’ ৪০টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৪ অক্টোবর) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীকে সাথে নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আমিন কলোনী পরিদর্শন করেন।

এসময় মেয়র বলেন, অগ্নিকান্ড একটি দুর্ঘটনা। সচেতনতার অভাবে এ ধরণের দুর্ঘটনা হয়। সচেতন হলে এসব দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়।

তিনি ক্ষতিগ্রস্থদের ২০ কেজি করে চাউলসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থদের বিপদে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান।

এসময় সিটি মেয়রের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এম.ইলিয়াছ সরকার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর