অনলাইন ডেস্কঃ শিশুশিক্ষার ক্ষেত্রে নৈতিকজ্ঞানের পরিচয় শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর রহমতগঞ্জে আন-নুর ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
আরও পড়ুন নারীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়বে চসিক
স্কুলের চেয়ারম্যন সাইফুদ্দিন চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাস সুমন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক মইনুল ইসলাম মারুফ পাটোয়ারি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরোয়ার, এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ।