মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ দোহাজারী পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজে ঠিকাদারসহ সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে তাগিদ দিয়েছেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।
রবিবার (৩০ জুলাই) দিনব্যাপী পৌরসভার উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেন তিনি। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এডিপি’র আওতায় ১৮৫ মিটার সড়কে আরসিসি ঢালাই উন্নয়ন প্রকল্প, ৭ নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ‘৬৫০ মিটার আরসিসি ইউ ড্রেইন প্রকল্প’, ‘পূর্ব দোহাজারীতে ৬১৭ মিটার আরসিসি ইউ ড্রেইন নির্মাণ প্রকল্প’, ৮ নম্বর ওয়ার্ডে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২২৮ মিটার সড়কে আরসিসি ঢালাই প্রকল্প’, ৯নম্বর ওয়ার্ডে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘‘২০৪ মিটার সড়কে আরসিসি ঢালাই প্রকল্প’ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। বর্তমান সরকারের সবচেয়ে বেশি নজর অবকাঠামো উন্নয়নে। এতে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়াটা সহজ হয়।’
তিনি বলেন, ‘দোহাজারী পৌরসভাবাসীর জীবনমান উন্নয়নের জন্য এবং সকল সেবা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাবো।’
চলমান প্রকল্পগুলোতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।এজন্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেয়া হবে।’
এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন চলমান প্রকল্পগুলো সম্পর্কে মেয়রকে অবগত করেন এবং প্রকল্প এলাকা ঘুরে দেখান। পরিদর্শনকালে কাজের গুণগত মাণ বজায় রেখে চলমান কাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দেন তিনি। এছাড়া ড্রেইন নির্মাণ কাজ পরিদর্শনকালে বিভিন্ন স্থানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো অপসারণে প্রকৌশল বিভাগকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেন।
প্রকল্পগুলো পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাং নাজিম উদ্দীন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, ঠিকাদার এসএম ইউসুফ, বাদশা মিয়া, এহছান বেগ, মোবারক হোসেন প্রমুখ।
Leave a Reply