আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিকশাচালক শাহজাহানকে আর্থিক অনুদান দিলেন পৌরমেয়র লোকমান হাকিম


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রিকশাচালক মোঃ শাহজাহানকে দোহাজারী পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। মঙ্গলবার (৭ মে) সকালে পৌরসভার কার্যালয়ে শাহজাহানের হাতে দশ হাজার টাকার আর্থিক  অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঈদপুকুরিয়া এলাকায় গত বৃহস্পতিবার সকাল ১১টায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডে পুড়ে যায় ওই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে রিকশাচালক মোঃ শাহজাহানের বসত ঘর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিদর্শনকালে অসহায় শাহজাহানকে আর্থিক সহযোগিতা করেন পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। চালের বস্তা, হাঁড়িপাতিল সহ প্রয়োজনীয় আসবাবপত্র দেন কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর