আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐক্য পরিষদ

চট্টগ্রামে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন


চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন দাবিতে শুরু হওয়া এ অনশন কর্মসূচি সন্ধ্যায় শেষ হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ সকাল-সন্ধ্যা গণ অনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গণ অনশনে যোগ দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, রতন আচার্য্য, শরৎ জ্যোতি চাকমা, অধ্যাপক নারায়ণ চৌধুরী, রেবতী মোহন নাথ, ট্রাস্টি মিথুন বড়ুয়া, সুকান্ত দত্ত, ডা. তপন দাশ, মতিলাল দেওয়ানজী, বিশ্বজিৎ পালিত, রুমা কান্ত সিংহ, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, শিক্ষক নেতা অধ্যাপক জনার্দ্দন বণিক, অধ্যাপক শিপুল দে, বিকাশ মজুমদার, বিভাষ বিশ্বাস, উত্তম বড়ুয়া, অমল শিকদার, প্রণব বড়ুয়া, অ্যাডভোকেট উত্তম রায়, দেবাশীষ চৌধুরী, যুব ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রুবেল পাল, রিপন সিং, ডা. রতন দেবনাথ, তাপস শীল, রতন দাশ, প্রদীপ দাশ বাবু, জিৎকর বাবু, শিক্ষক অলক দাশ, অ্যাডভোকেট লিটন গুহ, সব্যসাচী দেব টিপু, মাস্টার অজিত কুমার শীল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর