আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী

চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জব্বারের গণসংযোগ


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে পুরানগড়-বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘বিগত সাংসদ দ্বিমুখী নীতি অবলম্বন করায় উন্নয়ন বঞ্চিত হয়েছে।’

তাই এমপির বিরুদ্ধে জনবিস্ফোরণের এই দিনে সর্বপ্রথম অবহেলিত জনগণের কথা গুরুত্ব দিয়ে নির্বাচিত হওয়ার পর সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বিগত সাংসদ সিন্ডিকেটের মাধ্যমে পুরানগড় এলাকায় একজন ব্যক্তিকে ১ শত ৮৬টি প্রকল্প দিলেও সাধারণ জনগণের দোরগোড়ায় সেবা না পৌছার সমালোচনা করেন তিনি। বৈষম্যমূলক আচরণ করে বিগত সাংসদ পুরানগড় এলাকার আয়ুব নামের একজন পুলিশের এসপি পদের ব্যক্তিকে চন্দনাইশের ওসি ট্রান্সফারের জড়িত থাকার মিথ্যা অভিযোগের দায়ে খাগড়াছড়ি বদলী করে যাচাই-বাছাই না করে তিনি এই ধরনের অন্যায় কাজ করে নিজের রাজনৈতিক বিচক্ষণহীনতার পরিচয় দেয়ায় পুরানগড়বাসীর কাছে বিচার দিয়েছেন তিনি। এলাকাবাসীকে নির্ভয়ে নিঃসন্দেহে, কোনো হুমকির নিকট মাথানত না করে কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন জনপ্রিয়তা যাচাই ও চাহিদানুযায়ী উন্নয়ন ত্বরান্বিত করতে ভোটে লড়বেন জব্বার

ব্যালট পেপার ছিনতাই করে আগের রাতের ভোট হলে সারা বিশ্বের নিকট বাংলাদেশের সম্মান নষ্ট হবে, তাই এলাকাবাসীর সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদের (হিরু) আয়োজনে ও সভাপতিত্বে গণসংযোগকালের সভায় বিশেষ অতিথি ছিলেন পুরানগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ হোসেন দুলু সিকদার, চন্দনাইশ উপজেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল নোমান বেগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোমান আল বায়েজিদ, আ. লীগ নেতা নবী খান, আক্তার উদ্দিন চৌধুরী, এবি এম ইউচুপ, ইউপি সদস্য মো. ফরিদ, দিদারুল আলম, আবু তাহেরসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর