আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চেয়ার প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’ এর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল মালেক আশরাফী

বাঁশখালীতে ইসলামিক ফ্রন্টের গণসংযোগ


অনলাইন ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী) আসনে চেয়ার প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’ এর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল মালেক আশরাফী। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় বাঁশখালী উপজেলার জলদী এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

বাঁশখালী উপজেলাকে একটি মডেল উপজেলাতে রুপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে এসময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাঁশখালী উপজেলাকে একটি মডেল উপজেলাতে রুপান্তর করতে চেয়ার প্রতীকে ভোট দিন।’

আরও পড়ুন অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে চট্টগ্রাম জেলা ইসলামিক ফ্রন্ট

মাওলানা আবদুল মালেক আশরাফী আরও বলেন, ‘চট্টগ্রাম ১৬ আসন হচ্ছে প্রাচীনতম উপজেলা। তথাপি উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে এ আসনটি অপেক্ষাকৃত পশ্চাৎপদ।’

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী সুলতান আহমদ, মাওলানা ওসমান গণি সিকদার, মাওলানা মুহাম্মদ ইসমত আলী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর