আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ও মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)

কক্সবাজার থেকে ডিআইজি আপেল মাহমুদ বান্দরবানে বদলি, দায়িত্বে মনজুর মোরশেদ


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন থেকে বান্দরবান জেলায় বদলি হয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। পুলিশ সুপার হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ দীর্ঘদিন কক্সবাজার থাকাকালে পর্যটন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যাপক অবদান রাখেন। এছাড়া সার্বিক উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন চকরিয়ায় ১০ দলিল লেখকের সনদ বাতিল

স্থানীয়দের মতে, আপেল মাহমুদ ছিলেন অপরাধীদের আতংক। তার নেতৃত্বে নিয়মিত পেশাদার ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর আটক ছিলো লক্ষ্যনীয়। পর্যটকদের আকৃষ্টে তিনি নিত্যনতুন পন্থা অবলম্বন করতেন।

এদিকে নতুন দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মনজুর মোরশেদও এখানকার পর্যটন শিল্প উন্নয়ন, পর্যটকদের ভ্রমণ আনন্দ নিশ্চিত, শৃঙ্খলা ও নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবেন প্রত্যাশা কক্সবাজার জেলাবাসীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর