আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সোনালী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম সিটি রিজিয়নের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। ব্রাঞ্চ ম্যানেজার মো. আকবর হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সেলস ম্যানেজার মো. আব্দুল্লাহেল কাফি, সেলস ম্যানেজার এস এম মহিউদ্দিন ফারুকী, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সত্যজিৎ দাশ গুপ্ত, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন।

সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, বীমা শিল্পের নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও সোনালী লাইফ শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে পরিশোধ করেছে ১৭ কোটি ১২ লক্ষ ৬১ হাজার ৭৪৯ টাকা বীমা দাবি এবং গ্রস প্রিমিয়াম আয় করেছে ৪২২ কোটি ৫১ লক্ষ ৫০ হাজার ৬১১ কোটি টাকা।

বক্তারা বলেন, সোনালী লাইফের উন্নয়ন কর্মকর্তারা সবসময় মেধা-মনন ও শ্রম দিয়ে কোম্পানীর ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের জন্যই সোনালী লাইফ আজ এই অবস্থানে এসেছে এবং এটি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়াও চট্টগ্রামে সোনালী লাইফের গ্রাহকদের আরও ভালো সেবা দিতে কীভাবে কর্মীদের দক্ষতা বাড়ানো যায়, চট্টগ্রামের প্রতিটি ঘরে কি ভাবে সোনালী লাইফের বার্তা পৌঁছে দেয়া যায় এবং চট্টগ্রাম অঞ্চলে শীর্ষস্থান অর্জনের লক্ষ্য নিয়েও কনফারেন্সে আলোচনা হয়। বক্তারা চট্টগ্রাম অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সোনালীর উন্নয়ন কর্মকর্তাদের আরও আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর