আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯ দিনব্যাপী ৫৪তম চুনতি আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মক্কা উপ-কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক

১৯ দিনব্যাপী ৫৪তম চুনতি আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মক্কা উপ-কমিটির উদ্যোগে পবিত্র নগরীর মক্কায় একটি সেমিনার হলে দোয়া ও আলোচনা সভা মক্কা প্রবাসী ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি মো: মোস্তাফিজ রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মক্কা উপ-কমিটির আহবায়ক কাজী মুহাম্মদ মিছবাহ উদ্দিন (রাসেল) এর পরিচালনায় প্রধান মেহমান ছিলেন হয়রত শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা ইমাম বায়হাকি (ইতমাম)। শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফেজ জুবাইর হোসেন, নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মাদ মোক্তার ও শাহ শরিফ। সভায় আলোচনায় অংশ নেন- সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মদিনা মনোয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাহেদুল হক কাতেবী, সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মক্কার সভাপতি মুরিদুল আলম মুরাদ চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল্লাহ মোহাম্মাদ খান, চুনতি আলিয়া মাদ্রাসার প্রাপ্তন ছাত্র মাওলানা আমান উল্লাহ, মাওলানা মুহাম্মদ হোসাইন, মক্কার ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার, মক্কার ব্যবসায়ী রফিক আহমদ, মুজিবুর রহমান, চকরিয়া প্রবাসী ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর সাবেক উপদেষ্টা রাশেদুল আমিন চৌধুরী, সাবেক সভাপতি জাকের উল্লাহ বাচ্চু, মোহাম্মদ লোকমান হাকিম, এস এম আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, তারেক প্রমূখ।

বক্তারা বলেন, মুসলমানদের ঈমানী চেতনাকে জাগরণ ও রাসূল (সা.) এর জীবনের বাস্তব শিক্ষা প্রচারের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার মহান উদ্দেশ্যে ১৯৭২ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির মহান আধ্যাত্বিক সাধক আশেকে রাসূল (সা.) হিসেবে খ্যাত মরহুম হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) বিশ্বের একমাত্র ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) প্রতিষ্ঠা করে সর্ব শ্রেণির মুসলমানদের জন্য প্রেরণার ঝর্ণাধারা তৈরি করে গেছেন। প্রিয় নবীজির সীরাত বর্ণনার এ ঐতিহাসিক মাহফিলটি এখনো চলমান রয়েছে।

এ মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ৩০ তারিখ শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিল আজ ১৫ সেপ্টেম্বর (রবিবার) শুরু হয়ে ৩ অক্টোবর দিনগত রাতে শেষ হবে। ঐতিহাসিক চুনতি সীরাত ময়দানে আয়োজিত মাহফিলকে নবী করিম (স.) এর আশেকান মুমিন মুসলমানদের মিলনমেলায় পরিণত করতে সকলের নিকট দাওয়াত পৌঁছানোর উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর