চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা যারা আতাউর রহমান খান কায়সারের ভাবশিষ্য তাদেরকে সৎ ও সততার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। তাহলেই দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত হবে।
আজ রবিবার (৯ অক্টোবর) সকালে নগরের চন্দনপুরায় মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের দ্বাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অসৎ উদ্দেশ্যেই বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছে। ধ্বংসাত্মক কর্মসূচি বরদাশত করা হবে না।
আ জ ম নাছির বলেন, রাজনীতিতে সৎ চরিত্রের মানুষরাই টিকে থাকবেন। অসৎ চরিত্রের মানুষেরা রাজনীতিতে ঢুকে গেলে তা জাতির সর্বনাশ ডেকে আনবে। তাই আমাদেরকে আতাউর রহমান খান কায়সারের মতো সৎ চরিত্রের রাজনীতির উত্তরাধিকারী হতে হবে। তবেই বঙ্গবন্ধুর আরাধ্যের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা সফল হবে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উপ প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমেদ প্রমুখ।