বিনোদন ডেস্ক: ‘সারপ্রাইজ’র ঘোষণা হিসেবে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক কামরুজ্জামান সরকার রাকিব। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আর নতুন অতিথির জন্য অপেক্ষায় আছেন তারা। তবে এর মাঝে আরও একটি সংবাদ জানালেন মাহিয়া মাহি। খবরটি তার জন্য সুখবর। আর এজন্য বেজায় উচ্ছ্বসিত মাহি।
জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে মাহির স্বামী রাকিবের বিচ্ছেদ হয়ে গেছে। যেকথা তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। আর মাহি সেই কথা টেনে এনেছেন সবার সামনে। এই নায়িকা তার ফেসবুকে দুটি ছবির স্ক্রিনশট প্রকাশ করেন। যেখানে দেখা যায়, রাকিব সরকার তার ফেসবুকে মাহির একটি ছবি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন- ‘একমাত্র বউয়ের চিত্রধারক আমি।’ মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বাক্যটা দুইমাত্র হবে কাকা।’ জবাবে রাকিব জানান, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’
মাহি সেই স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি তোমাকে।’
Leave a Reply