আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাতকানিয়ার কাঞ্চনায় মহিলা আ.লীগের সমাবেশ অনুষ্ঠিত


আহসান উদ্দীন পারভেজঃ সাতকানিয়া উপজেলার চার নম্বর কাঞ্চনা ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) উত্তর কাঞ্চনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃণাল কান্তি দাশ, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দীন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাসুদ জাহাঙ্গীর, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ নবাব মিয়া রকিব, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদ, মিঠুন নাগ, রোখসানা আকতার, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইদ্রিচ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, শাখাওয়াত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব বলেন, ‘বর্তমান সরকার একটি নারীবান্ধব সরকার। স্বাধীনতার পর থেকে এ দেশে আ.লীগের শাসনামলে নারী অগ্রগতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা পেয়ে এ দেশের নারী সমাজ অনেকদূর এগিয়েছে। তাই এই সরকারকে আবারো ক্ষমতায় আনতে নারীদের ভূমিকা রাখতে হবে।’ এজন্য তিনি নারী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর