আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: লোহাগাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

লোহাগাড়া স্বাস্থ্যকমপ্লেক্সকে জনগণের আস্থায় পরিণত করতে হবে: এম এ মোতালেব


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে জনগণের আস্থা পরিণত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মোতালেব (সিআইপি)। বৃহস্পতিবার (১১ জুলাই) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে লোহাগাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘হাসপাতালের সমস্ত কার্যক্রম মনিটরিংয়ের বিষয়ে জোরদার করতে হবে। অফিস চলাকালীন সময়ে হাসপাতাল সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন আরো বাড়াতে হবে। প্রাইভেট হাসপাতালের চাইতে সরকারি হাসপাতালের মান অনেক ভাল। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে উন্নয়ন করেছেন। মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের ও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’

হাসপাতাল সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘রোগীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। কোনো অবস্থায় তাদের সাথে চিকিৎসকরা খারাপ আচরণ করতে পারবেন না। সুন্দর ব্যবহারে রোগীরা অনেকটা ভালো হয়ে যায়। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিকগুলোতে সুযোগ সুবিধা আরো বাড়াতে হবে। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় আমাদের নজর দিতে হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, রোগী কল্যাণ সমিতিকে অ্যাকটিভকরাসহ বেসরকারি হাসপাতাল গুলোতে মনিটরিং ব্যবস্থা বৃদ্ধি করতে হবে।’

আরও পড়ুন অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: এম এ মোতালেব

এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, কেবিন পরিদর্শন এবং রোগীদের সাথেও কথা বলেছেন।

সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম এস মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. কে এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুনা আকতার, পদুয়া ইউপি সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান, ডা. সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, ডা. কানিজ নাছিমা আকতার, সহকারি সার্জন ডা. আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মো. সরওয়ার কামাল, মেডিকেল টেকনোলজিস্ট দিদুল সিকদার, হিসাবরক্ষক শহীদুল ইসলামসহ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টার্ফবৃন্দ।

সভায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে সাংসদ এম এ মোতালেব, লোহাগাড়া উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান এমএস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর