আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হরতাল ও অবরোধের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে একটি মহল: এম এ মোতালেব


আহসান উদ্দীন পারভেজ

সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেছেন, সারা দেশের ন্যায় সাতকানিয়ায়ও একটি কুচক্রী মহল হরতাল ও অবরোধের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যারা জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্ন করে বিদেশিদের হাত করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়, বাংলার জনগণ কোনদিন তাদের ক্ষমা করবে না। এজন্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতা প্রতিরোধ, রেললাইন পাহারা এবং যার যার অবস্থান থেকে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে হবে। তিনি গতকাল বুধবার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন কর্মকর্তা এস.এম হুমায়ুন কার্ণায়েন, চেয়ারম্যান আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, মো. আবু ছালেহ, কান্তি দত্ত, কাঞ্চনার রমজান আলী, মোহাম্মদ সেলিম, ওচমান আলী, মোহাম্মদ মোরশেদুর রহমান চৌধুরী, মির্জা আসলাম সরওয়ার রিমন, নাছির উদ্দিন টিপু, হাফেজ আহমদ, জসিম উদ্দিন, ফরিদুল আলম, সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব, মো. আলী, মনজুর আলম, মোজাম্মেল হক মেম্বার।

সভাপতির বক্তব্যে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, দেশের উদ্বুদ্ধ পরিস্থিতে হাইওয়েতে গাড়ি ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। এজন্য প্রশাসনিকভাবে আমাদের সব সময় সহায়তা অবারিত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর