উপকূল জুড়ে অব্যাহত বৃষ্টি আর নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকা দফায় দফায় প্লাবিত হচ্ছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সাগরে মাছ ধরা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাগরে থাকা সহস্রাধিক ট্রলার মৎস্য বন্দর আলীপুর-মহিপুর-ঢোস, মৌডুবি, রাঙ্গাবালীসহ স্ব-স্ব ঘাটে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
এদিকে অব্যাহত বৃষ্টিতে আর জোয়ারে নদ-নদীর পানি ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দেশের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।
আজ সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দুই’শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।