লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ৯ টা ২২ মিনিটে মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুর বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করেছেন নিকটাত্মীয় সাহাবউদ্দিন চৌধুরী। তিনি বলেন, মামা দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে দিল্লির এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
জিয়াউল হক চৌধুরী বাবুলের মরদেহ মালয়েশিয়া থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে। এরপর পারিবারিকভাবে জানাজা ও দাফনের সময় জানানো হবে। জিয়াউল হক চৌধুরী বাবুল লোহাগাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। পরে সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বশেষ লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।