মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এস মামুন এবং মহিলা-ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের সভা কক্ষে চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক শাহিনা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার পাশা ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান ।
উল্লেখ্য, গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের লোহাগাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এ মামুন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ হাজার ৯ ভোটে পেয়ে নির্বাচিত হন জেসমিন আক্তার ।
Leave a Reply