আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: এম এ মোতালেব


অনলাইন ডেস্কঃ লোহাগাড়ার কোনো স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটলে কোনো ছাড় দেয়া হবে না সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল মোতালেব (সিআইপি)। তিনি বলেছেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।’

বুধবার (১০ জুলাই) দুপুরে লোহাগাড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

তিনি বলেন, সব ধরণের হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং লোহাগাড়া উপজেলার সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনপ্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।

আরও পড়ুন সাতকানিয়ায় এমএ মোতালেবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

বরণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। একই সময় বিদায় নেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুর পর স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির।

মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এছাড়াও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর