আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা পূজা মণ্ডপ পরিদর্শন 


রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলার ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার(১০অক্টোবর) রাতে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন নেতৃবৃন্দরা। এসময় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ হাছান, দক্ষিন রাজানগর ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ ইউনুচ তালুকদার, সাধারন সম্পাদক মোঃ সেলিম, সহ সভাপতি হাসান, উপজেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক রাসেদ, দিদার, ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি এডভোকেট সোম মাসুদ করিম, সাধারন সম্পাদক মোঃ সেকান্দর প্রমুখ। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দরা বলেন, দলের নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা সজাগ রয়েছি। আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছি এবং তাদের খবরা-খবর রাখছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর