আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২০২৩

ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২০২৩ পাচ্ছেন ৪ লেখক


অনলাইন ডেস্কঃ ‘ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র’ চট্টগ্রামের উদ্যোগে প্রথম বারের মতো চালু হয়েছে ‘ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার’। প্রতি বছর ৪টি ক্যাটাগরিতে (কবিতা, শিশুসাহিত্য, শিক্ষা ও গবেষণা এবং সমাজসেবা) এ পুরস্কার দেয়া হবে।

বিজ্ঞ জুরিবোর্ডের সিদ্ধান্তক্রমে এবছর যে চারজন কৃতি লেখক, গবেষক ও সমাজসেবক পুরস্কার পাচ্ছেন, তারা হলেন- জনাব কমরুদ্দিন আহমদ (কবিতা), জনাব আলী আসকর (শিশুসাহিত্য), জনাব শামসুদ্দিন শিশির (শিক্ষা ও গবেষণা) এবং এডভোকেট জিয়া হাবিব আহসান (সমাজসেবা ও মানবাধিকার)।

আরও পড়ুন ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’-এর জন্য বই আহ্বান

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ, উত্তরীয়, ক্রেস্ট এবং নগদ সম্মানী তুলে দেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর