অনলাইন ডেস্কঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৭ এপ্রিল পর্যন্ত।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হেলথ প্রজেক্টে কো-অর্ডিনেটিং ও ইমপ্লিমেন্টিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গবেষণাপ্রতিষ্ঠান অথবা উন্নয়ন সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন অফিসার পদে ৪৫ হাজার টাকা বেতনের চাকরি, আবেদন করুন দ্রুত
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ১৫ লাখ ৩১ হাজার ৯৭০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
তথ্যসূত্র: প্রথম আলো
Leave a Reply