আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ভাষাসৈনিক ফজলুর রহমানের মৃত্যুতে আ. লীগের শোক


অনলাইন ডেস্কঃ ভাষাসৈনিক এ. এম. ফজলুর রহমান (৯৮) আর নেই। বুধবার (৩ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি গোপালগঞ্জ পাওয়ার হাউজের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তিনি ৩ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় এ. এম. ফজলুর রহমান সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব রক্ষক ছিলেন। এছাড়া তিনি একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন। তিনি গোপালগঞ্জ থিয়েটার নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুন ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বুধবার বাদ আসর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদে তার জানাজার পরে তাকে গেটপাড়া পৌর কবরস্থানে দাফন করা হচ্ছে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর