আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সর্বজনীন পেনশনে কেএসআরএম এর অনন্য উদ্যোগ


অনলাইন ডেস্কঃ সর্বজনীন পেনশন স্কীমে অনন্য উদ্যোগ নিয়েছে দেশের স্বনামধন্য কবির শিল্প গ্রুপের প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (কেএসআরএম)। প্রতিষ্ঠানটি তাদের সোশ্যাল  রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসাবে কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করার মাধ্যমে সর্বজনীন পেনশনে শতভাগ অংশগ্রহণ করছে।

জানা গেছে, সর্বজনীন পেনশন স্কিমে চট্টগ্রাম থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সরকারের এই পেনশন স্কিমের আওতায় বিভিন্ন পেশাজীবীরা সাগ্রহে অন্তর্ভুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় দেশের বৃহত্তম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ তাদের সব কর্মকর্তা-কর্মচারীকে পেনশন স্কিমে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল প্ল্যান্টে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কেএসআরএমের যৌথ উদ্যোগে এতে অংশগ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

আরও পড়ুন ইস্পাত শিল্পের দুর্দিন কী সহসা কাটবে?

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় ১ হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে। অন্য কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবে। কোম্পানির করপোরেট সোশাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসাবে কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তৃপক্ষ। ’

কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘আমরা সরকারের যে কোনো জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিম সরকারের জনহিতকর কাজের মধ্যে অন্যতম। তাই তার আহ্বানে শিল্পগ্রুপ হিসেবে কেএসআরএম সেই অগ্রযাত্রার সারথি হয়েছে। আগামীতেও এমন সব কাজের অংশীদার হবে কেএসআরএম।’

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর