অনলাইন ডেস্কঃ আগামি দুইদিন চট্টগ্রামসহ সারাদেশের কোনো কোনো স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও সোমবার (৯ অক্টোবর) থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সংস্থাটি জানায়, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এদিন ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সংশ্লিষ্ট আবহাওয়া অফিস। এসময় সারাদেশের মধ্যে সবেচেয়ে বেশি কিশোরগঞ্জের নিকলিতে ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফের বাড়ছে তাপমাত্রা। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে। চট্টগ্রামে তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বান্দরবান জেলায়।