মুহাম্মদ নাছির উদ্দিন, লোহাগাড়াঃ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। এজন্য তাদের অনেকে হিতাহিত জ্ঞান হারিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। বিষয়টি দৃশ্যমান হয়েছে সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক আদেশের মধ্যে দিয়ে।
বুধবার (২৯ মে) উপজেলার চুনতি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও চুনতি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জানে আলম, সহসভাপতি মোশারফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন এবং দপ্তর সম্পাদক মাহফুজ রায়হান।ি
আরও পড়ুন লোহাগাড়ায় পাল্টেছে ভোটের সমীকরণ
প্রেস বিজ্ঞপ্তিতে চার নেতাকে অব্যাহতির কারণ হিসাবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
কিন্তু অব্যাহতি পাওয়া নেতারা গণমাধ্যমে বলেছেন, তারা নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন করায় উপর মহল থেকে এ বিরূপ সিদ্ধান্ত এসেছে।
বহিষ্কারাদেশের বিষয়ে জানতে চাইলে আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী চাটগাঁর সংবাদকে বলেন, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদেরকে অব্যহতি দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন ধরে দ্বায়িত্ব পালন করে আসছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করতে চাই বলেই এবারের নির্বাচনে আমি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি জনগণকে একটি স্মার্ট উপজেলা উপহার দিতে চাই।’
Leave a Reply