অনলাইন ডেস্কঃ এভারকেয়ার হাসপাতাল থেকে রিলিজ পেয়ে দীর্ঘ পাঁচ মাস দুই দিন পর বাসায় ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি০ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাসায় তার চিকিৎসা দেয়া হবে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার বাসা ফিরোজার উদ্দেশে বের হন তিনি।
আরও পড়ুন খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক
এ সময় বিএনপি চেয়ারপারসন সঙ্গে ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা।
এর আগে, গত ৯ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন। এরমধ্যে একাধিকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে আবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। দীর্ঘ পাঁচ মাস দুই দিন পর আজ বাসায় যাচ্ছেন তিনি।
তথ্যসূত্র: বণিক বার্তা