অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২ জুন) বিকালে গুলশানেরে বাসভবন ফিরোজায় নেয়া হবে তাকে।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এভার কেয়ার হাসপাতাল থেকে আজ বিকাল ৫টার দিকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়া গেছে। আজ বিকালে ম্যাডাম বাসায় ফিরবেন।
আরও পড়ুন ‘খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দেবে বিএনপি’
উল্লেখ্য, গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা ৩ জন চিকিৎসক।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট
Leave a Reply