আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা চৌধুরী চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা পরিষদের পুননির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান -১ নির্বাচিত হয়েছেন। ৩ জুলাই বুধবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এ নির্বাচন পরিচালনা করেন।

এতে আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন। তবে, অপর ভাইস চেয়ারম্যান (পুরুষ) মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে পরিচিত হবেন। নির্বাচিত হয়ে খালেদা আক্তার চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, আলহাজ্ব আলাদা আক্তার চৌধুরী ২০০৯ সালে নির্বাচিত চন্দনাইশের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর