আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এফবিসিআই’র পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হলেন খায়রুল আলম সুজন


অনলাইন ডেস্ক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিআই) এর পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হলেন খায়রুল আলম সুজন। তিনি বাংলাদেশ ফ্রেইট ফরোওয়ার্ডার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালকের দায়িত্বও পালন করছেন। এবার খায়রুল আলম সুজন এফবিসিসিআই এর ২০২৩-২০২৫ অর্থবছরের পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এফবিসিআই এর প্রত্যাশা, পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটির কো-চেয়ারম্যান হিসেবে খায়রুল আলম সুজন দীর্ঘসময় ধরে বন্দর ও শিপিং সেক্টরে অর্জিত অভিজ্ঞতা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের বন্দর ও শিপিং সেক্টরে উজ্জ্বল ভূমিকা রাখবেন। পাশপাশি তিনি এই কমিটির সকল সদস্যদের সাথে সম্মিলিতভাবে বন্দর ও শিপিং সেক্টরের চ্যালেঞ্জসমূহ যথাযথভাবে চিহ্নিত করে তা মোকাবেলার জন্যে আন্তরিকভাবে কাজ করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর