অনলাইন ডেস্কঃ গ্যাসের লোকসান কমাতে চট্টগ্রামে আরও ৬ হাজার ৩’শ ৩৬টি প্রিপেইড মিটার স্থাপন করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ২৯১ কোটি ব্যয়ের এ প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে হালিশহর থেকে শুরু করেছে সংস্থাটি।
এর আগে গত বছরের সেপ্টম্বরে জাপানের মিটার নির্মাতা প্রতিষ্ঠান টইকিকি কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলো কেজিডিসিএল।
মিটার স্থাপন প্রকল্পটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েন, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ও প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প পরিচালক মো. নাহিদ আলম, প্রকল্পউপ পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদসহ আরও অনেকে।
উদ্বোধনের পর ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিদিন গড়ে ২৫০টির বেশি মিটার স্থাপন করা হবে। আগামী রোজার আগে জাপান থেকে আসা প্রথম লটে ৬ হাজার ৩শ ৩৬ টি মিটার বসানো হবে। আমাদের শতভাগ চেষ্টা থাকবে প্রিপেইড মিটারের মধ্যমে গ্যাসের লোকসান কমানো।
আরও পড়ুন চট্টগ্রামে গ্যাস সংকট: নাগরিক ফোরামের মানববন্ধন
কেজিডিসিএল সূত্র থেকে জানা গেছে, গত বছরের ডিসেম্বরের ২৪ তারিখ জাপান থেকে চট্টগ্রাম বন্দরে মিটার আসে। প্রথম পর্যায়ে ৬ হাজার ৩শ ৩৬ টি মিটার এসেছে। দ্বিতীয় পর্যায়ে চলতি মাসের জানুয়ারি ১৭ তারিখ জাপান থেকে আরও মিটার আসছে।
প্রকল্প পরিচালক মো. নাহিদ আলম বলেন, গত বছরের নভেম্বর মাসের মধ্যে জাপান থেকে মিটার আসার কথা ছিল। কিন্তু জাহাজের শিডিউল দেরি হওয়ার কারণে ডিসেম্বরের ২৪ তারিখ চট্টগ্রাম বন্দরে মিটার এসেছে। পরে ২৮ তারিখ বন্দর থেকে মিটার ছাড়া পাই। আগামী ২০২৫ এর মধ্য চট্টগ্রামের ১ লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আনা হবে।
এদিকে, ৬টি টিমে বিভক্ত হয়ে প্রতিদিন নগরীর বাসাবাড়িতে মিটার স্থাপনের কাজ চলবে। প্রথম পর্যায়ে নগরের হালিশহর, পতেঙ্গা, বন্দর ও ডবলমুরিং এলাকায় আবাসিক গ্রাহকদের ঘরে বসানো হবে গ্যাসের প্রিপেইড মিটার। রমজানের পর নগরের বাকি এলাকায় পর্যায়ক্রমে স্থাপন করা হবে ১ লাখ মিটার।
তথ্যসূত্র: সিভয়েস২৪