আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলো কেজিডিসিএল


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) কতৃপক্ষ। আজ শনিবার (২০ জানুয়ারি) বিকাল নাগাদ গ্যাস সরবরাহ অতীতের ন্যায় স্বাভাবিক হবে বলে কেজিডিসিএল সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত নগরের বেশিরভাগ এলাকায় গ্যাস আসেনি।

আরও পড়ুন চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা

গ্যাস সরবরাহ প্রসঙ্গে আলাপকালে কেজিডিসিএল এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. আমিনুর রহমান বলেন, ‘শুক্রবার রাতেই গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। শনিবার বিকালের মধ্যে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছি।’

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় চট্টগ্রামে। এতে রাতে বিষয়টি অনেকেই টের না পেলেও সকাল থেকে দুর্ভোগে পড়েন নগরবাসী। শনিবারও খাবার কিনতে বিভিন্ন এলাকার হোটেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় নগরের রাস্তায় সিএনজি চালিত যানবাহন চলাচল কমে গেছে। এ অজুহাতে নগরের গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

তথ্যসূত্র: বাংলনিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর