ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধিঃ কর্ণফুলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নয়জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট কর্ণফুলী উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। গতকাল সোমবার (১৮ অক্টোবর) জেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদিকে প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন প্রার্থীরা। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত এ প্রচার চলবে।
আগামি ২ নভেম্বর কর্ণফুলী উপজেলায় ভোট গ্রহণ হবে। এবার ইভিএম পদ্ধতিতে ৪৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালাতে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর। আচরণ বিধি অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আলী(আনারস) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আ.লীগ নেতা আমির আহমদ (চশমা), যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) এবং মো. আবদুল হালিম(তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও সংরক্ষিত ৪ নারী প্রার্থীর মধ্যে ডা. ফারহানা মমতাজ (ফুটবল) মোমেনা আক্তার নয়ন (কলস) বানাজা ভূইয়া নিশি (হাঁস) এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০জন।