সাদ্দাম হোসেন:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা
ইউনিয়নের ঈদের আনন্দ অসহায় ও দুস্থদের সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
গতকাল মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে চেয়ারম্যানের মা ও বাবার নামে গঠিত সংগঠন নুর জাহান জলিল ট্রাস্টের মাধ্যমে সরকারি তহবিল হতে ২৫৬৫ জনকে জনপ্রতি ১০কেজি করে চাউল এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপি সহ নিজ ব্যাক্তিগত তহবিল হতে
চাল, লুঙ্গি, শাড়ী থ্রি পিস সহ ইত্যাদি ঈদ সামগ্রী শিকলবাহা ইউনিয়নের খেটে খাওয়া ও গরিব দুস্থ মানুষের হাতে পৌঁছে দেন ঈদ সামগ্রী।
এ সময় শিকলবাহার ১ হতে ৯ ওয়ার্ড হতে আগত হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ অসহায় মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে জননেত্রী শেখ হাসিনাসহ মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খাঁন এম পি মহোদয়ের সালাম পৌঁছে দিয়ে দোয়া প্রার্থনা করছেন।
শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,আমার সাধ্য অনুযায়ী আমি অসহায় মানুষের পাশে আছি। সমাজের বিত্তবান অন্যরাও এগিয়ে এলে মানুষের দুর্ভোগ কমে আসবে। আমি জনগণের সঙ্গে আনন্দ ভাগ করে ঈদ উদযাপন করার চেষ্টা করি।
শিকলবাহা ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছি।
কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ঈদের আনন্দটা গরিব ও অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া। সবাই খুশি মনে ঈদ করবে, সবাই মিলে এ ধর্মীয় উৎসব পালন করবে। সমাজে বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী জামাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন আহমেদ , শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাইয়ুম, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ আবুল হাসেম, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন, কর্ণফুলী উপজেলা যুবলীগ সংগঠক এড বাহাদুর খাঁন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল ইমরান, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম সাইফুদ্দিন, শিকলবাহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইদ্রিস বাবুল, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ আলমগীর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম আঁখি, শিকলবাহা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফ হোসেন, শিকলবাহা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আরিফ সালেহ তুহিন, কর্ণফুলী উপজেলা যুবলীগ সংগঠক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন আকরাম, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, শিকলবাহা ইউনিয়ন যুবলীগ নেতা সিদ্দিক বাবু, ছাত্রলীগ নেতা মুহাম্মদ শিহাবউদ্দীন শিহাব, আবু সুফিয়ান সাকিব, ছাত্রলীগ নেতা মুহাম্মদ সুমন, শিকলবাহা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইয়াকুব, ক্রীড়া সংগঠক মুহাম্মদ ফরিদ, শ্রমিক লীগ নেতা বাবর আজম, ছাত্রলীগ নেতা মোস্তফা শাকিল, তারেক আজিজ, আকিব জাবেদ, জাহিদুল ইসলাম, সমাজ সেবক নাজিম উদ্দিন, শিকলবাহা ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার চৌধুরী ইমরান, সাধারণ সম্পাদক খোরশেদ হাসান টুটুল, শেখ বাবুল, শেখ আনছার, যুব সংগঠক মুহাম্মদ নয়ন, ছাত্রলীগ নেতা নিয়াজ হাসান রাজু, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম সবুজ, শিকলবাহা ইউনিয়ন যুবলীগ সিদ্দিক বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।