নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশের কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী তথা ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে ২১ মার্চ মঙ্গলবার বিকেলে ফায়ার ব্রিগেড সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স- চন্দনাইশ স্টেশনের উদ্যোগে দুর্যোগ মোকাবেলা মহড়া ও ক্যাম্পেইন সম্পন্ন হয়।
মহড়ার পূর্বে প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সচেতনতামূলক আলোচনা সভায় অতিথি ছিলেন স্টেশন অফিসার মো. মনসুর আলী চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরকল ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আয়েশা আকতার আজাদী, ইউপি সদস্য (৫ নং ওয়ার্ড) সেলিম উদ্দীন চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সরওয়ার উদ্দীন চৌধুরী, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা বাহাদুর শাহ ভান্ডারী, আবু রাকিব চৌধুরী, বৈরম খাঁন, দিদারুল ইসলাম চৌধুরী।