আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীর কালুরঘাটে প্রস্তাবিত নতুন সেতু নির্মাণের দাবি

দেরি কেন? এক্ষুনি প্রয়োজন কালুরঘাট সেতু নির্মাণ: মহাসচিব ইসলামী ফ্রন্ট


১৯৩০ সালে বৃটিশ শাসনামলে নির্মিত কালুরঘাট সেতু অত্যধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় দেরী না করে এক্ষুনি সেখানে প্রস্তাবিত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম. আব্দুস সামাদ। সম্প্রতি সংগঠনটির পাঠানো এক বিবৃতি থেকে জানা গেছে, বোয়ালখালীর কালুরঘাটে প্রস্তাবিত নতুন সেতু নির্মাণের দাবিতে অনুষ্ঠিত সভার যৌথ সঞ্চালনায় ছিলেন এস. কে. এম জাহাঙ্গীর আলম ও মামুন উদ্দিন মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব স.উ.ম. আব্দুস সামাদ বলেন, ‘এই সেতুকে ২০০১, ২০১১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরেও নতুন কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে গড়িমসি করা হচ্ছে। পরপর তিনবার নকশা পরিবর্তন করা হলেও প্রকল্পটি এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। অথচ এ সেতু দ্রুত বাস্তবায়িত হলে জাতীয় উন্নতির অগ্রগতি আরো একধাপ এগিয়ে যাবে। দক্ষিণ চট্টগ্রামে গড়ে উঠবে সম্ভবনাময় স্বর্ণালি অধ্যায়, শিল্পাঞ্চল। মনে হচ্ছে সরকারের সদ-ইচ্ছের অভাব রয়েছে, নচেৎ কাজে হাত দেওয়া হচ্ছে না কেন? ব্রিজ নিয়ে বিমাতাসুলভ আচরণ হলে সরকার মুখ লুকাবে কোথায়? ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙ্গে গেলে সলিল সমাধি হবে নিশ্চিত। তাই এক্ষুনি প্রয়োজন কালুরঘাট সেতু নির্মাণ।’
আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জননেতা আবু তৈয়ব আশরাফী। বিশেষ অতিথি ছিলেন জননেতা সোলাইমান ফরিদ, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, অধ্যাপক মোকতার আহমেদ, স. ম এনামুল হক, জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবদুল আলিম চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, মামুন উদ্দিন সিদ্দিকী, মাওলানা ফোরকান কাদেরী, আরিফুল ইসলাম ইমন, সোহরাব হোসেন, আবদুল্লাহ আল জাবের, নুর উদ্দিন, আকতার হোসেন তালুকদার, এম জসিম উদ্দিন,  সৈয়দ ফখরুদ্দীন, আলম খান, অধ্যাপক সালাউদ্দিন, সুমন ফারুকী, কাজী শামসুল আলম, মাওলানা জামাল উদ্দিন, মাহাবুব আলম তালুকদার, আবু সৈয়দ, আবদুল কাদের, এম এ জলিল,  ওসমান গনি, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, মিজানুর রহমান, রবিউল করিম, রাশেদুল আলম, ওসমান গনি, রোকন উদ্দিন চৌধুরী, নুরুল আজিম সুরাত, সোহরাব হোসেন, তাজুল ইসলাম, এনাম উদ্দিন, মোবারক হোসেন, ইলিয়াছ তালুকদার, শাহাদাত হোসেন, শাহেদুল আলম,  মুসলিম উদ্দিন, রোকন উদ্দিন, নেজাম উদ্দিন, ইয়াছিন, আবছার, কাজী তৌহিদ, জসিম, বদরুল, শফি, মুজিব, সাজ্জাদ হোসেন রানা, সজিব, আবদুর রশিদ, আরমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর