সরওয়ার কামাল, মহেশখালীঃ ১৩ই অক্টোবর মহেশখালী উপজেলা যুবদলের আওতাধীন কালারমারছড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ই অক্টোবর বিকাল ৫টায় কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা মডেল কে.জি স্কুল মাঠে ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন- কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আবছার।
প্রধান বক্তা ছিলেন- মহেশখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মনি , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীর , সদস্য সচিব সেলিম মাহমুদ , যুগ্ন আহবায়ক শামশুল আলম পিংকি , উপজেলা যুবদল নেতা ফরিদুল আলম ফরিদ , বদরুল আলম ছাদেক , নাজমুল হোছাইন ফরহাদ , এহছানুল করিম, বিএনপি’র নেতা ডাঃ নাছির উদ্দিন , মোঃ ফোরকান ভুট্টো , আকতার কামাল , নাছির উদ্দিন , আনোয়ার হোছাইন লেদু , ওমর আলী মধু , ছাত্রদল নেতা শাহেদুল ইসলাম , তারেক বিন জিয়াদ , জাহাঙ্গীর আলম । ওয়ার্ড যুবদল নেতা মোঃ ফোরকান , দিল মোহাম্মদ , মোঃ নাছির , ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম প্রমূখ । ওয়ার্ড যুবদলের কর্মী সভায় বিএনপি , যুবদল , ছাত্রদল মৎস্যজীবীদল , শ্রমিকদল ও সেচ্ছাসেবক সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply