অনলাইন ডেস্কঃ জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে নিজেকে পার্টির চেয়ারম্যান জাতীয় ঘোষণা করেছেন রওশন এরশাদ। একইসাথে কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন তিনি। রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় গুলশানে রওশন এরশাদ তার বাসায় এ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
রওশন এরশাদ বলেন, ‘দলের গঠনতন্ত্রের ২০-এর ১ ধারা অনুযায়ী জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টির ক্ষতি মেনে নিতে পারি না। পার্টি ক্রান্তিকাল অতিক্রম করছে। জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু দলকে অনেক ক্ষতিগ্রস্ত করেছেন।’
আরও পড়ুন ২৪ দফার ইশতেহার দিলো জাপা
এ সময় দল থেকে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন রওশন এরশাদ। রওশন এরশাদের বাসভবনের নিচে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।
আরও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, জিয়াউল হক মৃধা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল হক, খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক, এরশাদের ছেলে ও দলের যুগ্ম মহাসচিব সাদ এরশাদ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন
Leave a Reply