সমাজের গরিব, অসহায়, দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ১০ জানুয়ারি সত্যের জ্যোতি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার আয়োজনে ধর্মপুরের গাউসিয়া শফিয়া হাবিবীয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে
শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ওইসময় ইউপি চেয়ারম্যান এসব কথা বলেন।
সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘সত্যের জ্যোতি ফাউন্ডেশন’ এবছর বিনামূল্যে ৫ম বারের মতো শীতবস্ত্র বিতরণ করছে।সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ নাজমুল হুদা ইয়াজ, ধর্মপুর ৬নং ওয়ার্ডের মেম্বার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মোরশেদুল আলম, ৮নং ওয়ার্ডের মেম্বার মঈন উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুফতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মুফতি মাওলানা ওমর ফারুক আজমী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল হালিম মাইজভাণ্ডারী, সত্যের জ্যোতি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সিনিয়র সহসভাপতি মনিরুল হক, আকবর সিকদার, নুরুল আজম, সুচিস্মিতা বড়ুয়া, ফয়সাল, গাজী ইয়াসিন, সাজু নাথ, নাজমা আক্তার, মাছরুল, নুপুর আক্তার প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply