প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপতি গোলাম রাব্বানী ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। যতোদিন দেশে বিচার অঙ্গন থাকবে, আইন থাকবে, ততদিন বিচারপতি গোলাম রাব্বানী তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে বিচারপতি গোলাম রাব্বানীর জানাজা সম্পন্ন হয়।
সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানীর জানাজার আগে প্রধান বিচারপতি এ কথা বলেন।
তিনি বলেন, বিচারপতি গোলাম রাব্বানী কাজপাগল মানুষ ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি বিভিন্ন রায়ের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।
তথ্যসূত্র : বাসস
Leave a Reply