আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা জালাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা। রোববার (১৪) জুলাই ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মো. জালাল উদ্দীন (৪৩) উপজেলার ১১নং জুইদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলতাফ মুন্সীর ছেলে।
জানা যায়, উপজেলার কালাবিবির দীঘির মোড়ের আড়ৎ থেকে মাছ আনতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন। পরে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন শেষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
Leave a Reply