আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন নগর জেএসডির সভাপতি মুজতবা কামাল।

গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলার প্রতিবাদে জেএসডি’র প্রতিবাদ সভা


চাটগাঁর সংবাদ ডেস্ক: গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। বৃহস্পতিবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরীর স্টেশন রোড বিআরটিসি মার্কেট এলাকায় পূর্বঘোষিত গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় অতর্কিত হামলা চালায় দুবৃর্ত্তরা। এজন্য বুধবার (১৯ জুলাই) জেএসডির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেএসডির সভাপতি মুজতবা কামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সহসভাপতি
ক্যাপ্টেন (অব.) শহীদ উদ্দিন মাহাবুব, যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের, দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ইসহাক উদ্দিন চৌধুরী, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মো. এয়াকুব, এম আবদুল বাতেন, রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক দলদের জোট গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগপৎ আন্দোলনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা গণতন্ত্রের জন্য
হুমকিস্বরূপ। এই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দেশের আইনী শাসনের প্রতি আস্থা ও গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে বক্তারা আরো বলেন, বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির উপর হামলার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বহিঃপ্রকাশ হচ্ছে ।

সভায় লক্ষ্মীপুরের পদযাত্রায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং এতে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর