আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলহাজ্ব আব্দুল কৈয়ুম চৌধুরী

সাংবাদিকদের সাথে জেলা আওয়ামীলীগ নেতা কৈয়ুম চৌধুরীর মতবিনিময়


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল (বঙ্গবন্ধু টানেল) উদ্বোধন ও এ উপলক্ষ্যে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আব্দুল কৈয়ুম চৌধুরী চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

২২ অক্টোবর রোববার বিকেলে গাছবাড়ীয়াস্থ রেডিসন কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনে এবারও দলীয় মনোনয়ন চাইবেন বলে জানান।

এসময় তিনি চন্দনাইশের মানুষের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা ও কোভিট ১৯ পরিস্থিতিতে নিজভূমিকার কথা তুলে ধরেন। আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় সকল নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে যোগ দিয়ে জনসভা সফল করার আহবান জানান। তিনি সরকারের ইতিবাচক ও উন্নয়ন কর্মকাণ্ড পত্রিকার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর