আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাংবাদিক আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিত প্রাণ: তথ্যমন্ত্রী


চাটগাঁর সংবাদ ডেস্কঃ চট্টগ্রামের জনপ্রিয় গণমাধ্যম একুশে পত্রিকার সম্পাদক সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের ইন্তেকাল হয়। এ সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং একইসাথে তাঁর পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখতেন, কয়েকদিন আগেও হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন।

মন্ত্রী হাছান মাহমুদ তাঁর শোকবার্তায় বলেন, ‘খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিত প্রাণ সাংবাদিক। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

বুধবার বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে প্রথম ও দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় এবং রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযার পর আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর