অনলাইন ডেস্কঃ একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর। সংস্থাটিতে ১৩ থেকে ২০তম গ্রেডে ৩২ ক্যাটাগরিতে ৩৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা: ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বয়স
সাধারণ প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
আরও পড়ুন আইসিডিডিআরবিতে চাকরি, আবেদনের শেষ সময় ৭ এপ্রিল পর্যন্ত
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১৮ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১৯ থেকে ৩২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহীরা বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
তথ্যসূত্র: প্রথম আলো