আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মি সমাবেশ অনুষ্ঠিত


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ঝিলংজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় সদরের খরুলিয়ার লাল গোলাপ কমিউনিটি সেন্টারে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কারা নির্যাতিত জননেতা লিয়াকত আলী মেম্বারের সঞ্চালনায় ও ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। প্রধান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি সুবেদার মেজর (অব:) আব্দুল মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাস্টার গোলাম কাদের, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল্লা নূর, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন সিকদার, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোস্তফা কামাল, জেলা তাঁতি দলের আহ্বায়ক ইমাম খালেদ স্বপনসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শান্তিতে থাকতে দেওয়া হয়নি। গায়েবি আর মিথ্যা মামলা দিয়ে শত শত নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল। ঝিলংজা বিএনপি, যুবদল ছাত্রদলসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান বক্তা  সদর উপজেলা বিএনপির সভাপতি
সুবেদার মেজর (অব:) আব্দুল মাবুদ বলেন- ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনে সাধারণ মানুষের ত্রাস সৃষ্টি হয়েছিল। নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। আর আওয়ামী লীগ নেতারা দখলবাজিতে লিপ্ত ছিল। সেদিন কোনো প্রতিবাদ ছিল না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তাই সময় থাকতে স্বৈরাচারী হাসিনার কর্মীরা সাবধান হয়ে যান। যারা মিথ্যা মামলা দিয়ে ঝিলংজা বিএনপির নেতা কর্মীদের হয়রানি করেছে তাদের সাবধান করেন বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর